ভালোবাসার জায়গা থেকে শোবিজ অঙ্গনে কাজ করছি

ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি থিয়েটারে অভিনয় করতেন। ২০১৪ সালে র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিনি শোবিজ অঙ্গনে যুক্ত হন। অল্প সময়ে এরই মধ্যে ৩৫টি বিজ্ঞাপন, বেশ কিছু ধারাবাহিক নাটক ও এক ঘন্টার নাটকে কাজ করেছেন। গত বছর সিনেমাতেও অভিষেক হয়। এতদিন পরিচিত ছিলেন র‌্যাম্প মডেল হিসেবে। এখন নামের পাশে যোগ হয়েছে আরও এক বিশেষণ। তিনি এখন চলচ্চিত্র নায়িকা। বলছিলাম এ প্রজন্মের অভিনেত্রী সূচনা আজাদের কথা। বর্তমানে তিনি ব্যস্ত আছেন চলচ্চিত্র নিয়ে। সম্প্রতি এক আলাপনে জানান, এখন শুধু চলচ্চিত্রেই ফোকাস করতে চান এই অভিনেত্রী। নতুন বছরের শুরু থেকে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে অঞ্জন আইচ পরিচালিত নতুন ছবি ‘কানামাছি’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। একই নির্মাতার ‘আগামীকাল’ শিরোনামের একটা সিনেমার কাজ শেষ করেছেন। যেটা এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া নতুন কিছু সিনেমার কথা চলছে। সূচনা বলেন, ‘আমি অর্থ উপার্জনের জন্য শোবিজ অঙ্গনে আসিনি, ভালোবাসার জায়গা থেকে কাজ করছি। শুরু থেকেই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা ছিল। শুধু চলচ্চিত্র নিয়েই সামনের পরিকল্পনা। কয়েকটি সিনেমার কাজ হাতে আছে। খুব শীঘ্রই সেগুলোর শুটিং শুরু হবে। তাই ছোট পর্দার কাজ কমিয়ে দিয়েছি। সামনে টানা সিনেমার কাজ করে যেতে চাই। অভিনয়ের সুযোগ নেই এমন কোনো চরিত্রে আমি অভিনয় করতে চাই না। ভালো ভালো প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চাই।’ নিজের কাজের ব্যাপারে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি নিজের কাজটুকু সততার সঙ্গে করতে। হারিয়ে যাব না টিকে থাকব-সে চিন্তা বাদ দিয়ে দর্শকদের সামনে ভালো কাজটুকু উপহার দিতে চাই।’

Related Post

শিল্প সমন্বয় স্থিতির মাধ্যমে যথাযথভাবে সক্রিয়

কর্মক্ষমতা ভিত্তিক প্ল্যাটফর্মগুলির জন্য শক্তিযুক্তভাবে সক্ষম কৌশলগত থিম
আরও পড়ুন

Professionally streamline imperatives

কর্মক্ষমতা ভিত্তিক প্ল্যাটফর্মগুলির জন্য শক্তিযুক্তভাবে সক্ষম কৌশলগত থিম
আরও পড়ুন

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *