হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছেন খান আতিক

ছোট বেলায় যখন থেকে টিভি দেখেন, টিভিতে নাটক বা সিনেমা দেখেন তখন থেকেই তার অভিনয়ের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথেই হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছেন খান আতিক। আতিকের জন্ম, বেড়ে ওঠা সবই নবাবগঞ্জে। ডিএন কলেজ এ্যান্ড ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন শেষ করে অভিনয়ের ইচ্ছা নিয়ে চলে আসেন ঢাকায়।
অভিনেতা ওবিদ রেহানের মাধ্যমে থিয়েটারে যোগ দেন ২০১১ সালে । আতিক টেলিভিশন নাটকে ১ম কাজ করেন ২০১২ সালে, এ জাবির রাসেলের এক ঘন্টার নাটক ‘কে তুমি’ তে। এই নাটকে হিল্লোল এবং বাঁধনের সাথে স্ক্রিন শেয়ার করেন তিনি। এ পর্যন্ত ৩০ টির মত একক এবং ১৫টির মত ধারাবাহিকে কাজ করেছেন আতিক। পাশাপাশি করেছেন বিশকিছু বিজ্ঞাপন। এরমধ্যে বিকাশের জন্য করা একটি বিজ্ঞাপন বেশ আলোচনায় এসেছে। আতিক সম্প্রতি কাজ করেছেন কিলোফ্লাইট নামক একটি চলচ্চিত্রে। এটি বাংলাদেশ এয়ারফোর্স এর কাজ। খান আতিকের প্রিয় অভিনেতা মোশারফ করিম। তবে জাহিদ হাসানের অভিনয়ও অনেক ভালো লাগে তার। আর প্রিয় অভিনেত্রীর তালিকায় আছেন সালহা খানম নাদিয়া। থিয়েটার দিয়ে যেহেতু শুরু, তাই টেলিভিশনের পাশাপাশি সেখানেও সময় দেন আতিক। ‘গাধার হাট’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘দুই যে ছিলো এক চাকর’ নাটকে কাজ করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। টেলিভিশনে প্রিয় কাজের মধ্যে বাশার জর্জিস পরিচালিত “গ্রামের নাম সুবর্নপুর” নাটকের নেতিবাচক চরিত্রটি খুব উপভোগ করেছেন খান আতিক। এই নাটকটির জন্য তিনি অনেক পরিচালকের সুনজরে এসেছেন। এছাড়া গুলজার নামে নাটকটিও অন্যতম ভালো লাগার কাজ তার। সামনে আতিকের বেশ কিছু একক নাটক অন এয়ার হবে। এরমধ্যে ভালো মানুষ হতে চাই, প্রবাসী রতন, পেনড্রাইভ, বাপ বেটার টক্কর ইত্যাদি উল্লেখযোগ্য। ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ করতে চান খান আতিক। সেভাবেই চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত।

Related Post

আরও অনেক বেশী শিখতে চান এমিলা হক

অভিনয় করার ইচ্ছে অনেক ছোট বেলা থেকেই। তবে
আরও পড়ুন

নির্ভরতার প্রতীক গিয়াস

যে কোন প্রোডাকশনের ম্যানেজমেন্ট হচ্ছে ঐ প্রোডাকশন ভালো
আরও পড়ুন

সিনেমার সুদিন ফিরাতে হলে ভালো গল্পের সিনেমা বানাতে হবে

১৯৭৭ সালে শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র কর্মজীবন
আরও পড়ুন

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *