যে কোন প্রোডাকশনের ম্যানেজমেন্ট হচ্ছে ঐ প্রোডাকশন ভালো হবার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর এই দিকটি পূর্ণ করেন প্রোডাকশন ম্যানেজার। তার উপর নির্ভর করেই চলে শুটিং এর অনেক বিষয়। এমনই একজন নির্ভরতার প্রতীক প্রোডাকশন ম্যানেজার গিয়াস। গিয়াসের জন্ম কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকার রামপুরাতে। মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছে ছিলো না গিয়াসের। বিটিভির মাসুদ চৌধুরী সাহেবের মাধ্যমে গিয়াসের মিডিয়াতে যাত্রা শুরু হয়, যিনি তখন বিটিভির নামকরা প্রযোজক শেখ রিয়াজ উদ্দিন বাদশা’র সহকারি হিসেবে কাজ করতেন। ১৯৯৯ সালে শেখ রিয়াজ উদ্দিন বাদশার একটি সরকারি ডকুমেন্টারির কাজ করতে গিয়ে মিডিয়ার প্রেমে পড়ে যান গিয়াস। সেই থেকে শুরু হয় তার মিডিয়ার পথচলা। এখন পর্যন্ত হাজারের উপরে একক নাটকে কাজ করেছেন গিয়াস। ধারাবাহিক করেছেন শ’খানেকের উপরে। নাটকে পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তিনি চলচ্চিত্রে প্রথম কাজ করেন গাজী রাকায়াত এর ‘মৃত্তিকা মায়া’ তে। সব পরিচালকই গিয়াসের কাছে প্রিয়, সবার সাথে কাজ করেই আনন্দ পান তিনি। তবে বিশেষ ভাবে প্রিয় পরিচালকের তালিকায় আছেন গৌতম কৈরি, আবু হায়াত মাহমুদ, গোলাম মুক্তাদির শান। মাহফুজ আহমেদ এর অভিনয় খুব ভালো লাগে গিয়াসের। এছাড়াও শমী কায়সার, বিপাশা হায়াত, মম, নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের ভক্ত তিনি। কাজের ফাঁকে অবসর পেলে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে যান গিয়াস। কাজের পাশাপাশি সাংগঠনিক তৎপরাতেও এগিয়ে আছেন তিনি। টেলিভিশন প্রোডাকশন ম্যানেজার এসোসিয়েশন এর বর্তমান কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন গিয়াস।
488
0
